চট্টগ্রামে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

২৭ জানুয়ারি, ২০২০ ১০:৫৬  
চট্টগ্রাম হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যলয়ের নতুন ভবনসহ শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও পাঠানটুলি সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ফলক উন্মোচন করেন মেয়র। জাইকার অর্থায়নে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবন দু’টি নির্মাণে ব্যয় হয়েছে ১২ কোটি ৫২ লাখ ৮৫ হাজার টাকা। এর মধ্যে হালিশহর আহমদ মিয়া সিটি করপোরেশন স্কুলের ৬তলা ভবন নির্মাণে ৭ কোটি ২৩ লাখ ৩৬ হাজার আর পাঠানটুলী সিটি করপোরেশন বালিকা স্কুলের ভবন নির্মাণে ৫ কোটি ২৯ লাখ ৪৯ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, ১০ বছর আগে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন, যা আজ বাস্তবায়নের পথে। এখন আমরা স্কুল-কলেজের ভর্তি, ফলাফল, হাজিরা, বেতন জমাকরণ ও দাপ্তরিক কাজসহ প্রায় সব বিষয়ে ডিজিটালাইজড করতে সক্ষম হয়েছি। শুরু করতে পেরেছি নিজস্ব ডিজিটাল অটোমেশন পদ্ধতি। যা শুধু ডিজিটাল পদ্ধতির কারণে সম্ভব হয়েছে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ডিজিটাল হতে হবে। আমাদের এ ডিজিটাল ল্যাব আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় টিকে থাকতে ও শিক্ষার্থীদের মেধা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যা সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই ডিজিটাল ল্যাব নির্মাণ করা হয়েছে। পাঠানটুলী বালক উচ্চ বিদ্যালয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত কাউন্সিলর ফেরদৌসী আকবর, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান শিক্ষক আশরাফুল আলম।